Frequently Asked Question
উত্তর: এটি একটি হিফযুল কুরআন সংযুক্ত ক্যাডেট মাদ্রাসা।
উত্তর: ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়।
উত্তর: জি, এখান থেকে আপনার সন্তান হিফয করতে পারবে।
উত্তর: জি, এখানে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান সহ সকল জেনারেল বিষয়ে শ্রেণি ভিত্তিক নিয়মিত ক্লাস ও লেখা পড়া হয়।
উত্তর: জি, নিয়মতান্ত্রিকভাবে রুটিন মেনে শিক্ষার্থী নিয়মিত ক্লাস করলে একসাথে পড়া সম্ভব।
উত্তর: আলহামদুলিল্লাহ: এখান থেকে অনেকেই হাফেয হয়েছে।
উত্তর: সময়টা শিক্ষার্থীর মেধা, পরিবারের আন্তরিকতা, মনোযোগ ইত্যাদির উপর নির্ভরশীল। তবে মাত্র ১৭ মাসে টোটাল নুরানী, নাযেরা ও হিফয করার নজির রয়েছে এখান থেকে।
উত্তর: সবার হিফয- ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির মধ্যে শেষ হয়েছে।
উত্তর: এখানকার শিক্ষকগণ সকলে স্নাতোকোত্তর পাস। কোন শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় না।
উত্তর: না, মেয়েদের আবাসিক নাই।
উত্তর: জি, এটি একটি সম্পূর্ণ প্রাইভেট প্রতিষ্ঠান । যা শিক্ষার্থীদের টিউশন ফি দিয়ে চলে। কোন রকম যাকাত ফেতরা বা অনুদান গ্রহণ করা হয় না।
উত্তর: এখানে পড়া শেষ করে বাংলাদেশে যে কোন মাদ্রাসা/ স্কুলে ভর্তি হতে পারবে।
উত্তর: ক্লাস নয়- বরং কোন শিক্ষার্থী যদি- একা একা, প্রসাব-পায়খানা, খাবার গ্রহণ, গোসল ও রাতে একা ঘুমাতে পারে তাকে আবাসিকে রাখা যাবে।