Features of our Academy
Tazkirul Quran Academy
একাডেমিক বৈশিষ্ঠ্য:
- দক্ষ ও অভিজ্ঞ পরিচালক মণ্ডলীর ব্যবস্থাপনায় পরিচালিত।
- প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
- কোলাহলমুক্ত মনোরম পরিবেশ।
- ইসলামি সংস্কৃতির বিকাশ ও নৈতিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব।
- আরবি ও ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের জন্য পৃথক ভাষা ক্লাস।
- ক্লাসের পড়া ক্লাসেই শেষ করার হয়ে থাকে (৭ বছর ধরে প্রমাণিত)
- একাডেমির ছাত্রদের ক্লাসের বাইরে প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। (১০০% নিশ্চিত)
- ছাত্রদের পড়া, শেখার যোগ্যতা ও মান বাড়ানোর জন্য নিয়মিত সাপ্তাহিক, মাসিক, মডেল টেস্ট ও সাময়িক পরীক্ষা।
- আপনার সন্তানের নৈতিক, শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক বিকাশের প্রতিটি দিক পর্যবেশক্ষণ করা হয়।
- আধুনিক ব্যবস্থাপনায় উন্নত ক্লাশরুম, বন্ধুত্বপূর্ণ, চিন্তাশীল ও উদ্দীপনামূলক শিক্ষার পরিবেশ।
- সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তার সু-ব্যবস্থা।
- নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাসে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা।
আবাসিক ব্যবস্থাপনা ও সুবিধা সমূহ:
- আধুনিক ও উন্নত আবাসিক ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীর জন্য আলাদা খাটে ঘুমানোর ব্যবস্থা।
- স্বাস্থ্যসম্মত ও উন্নতমানের নাস্তা ও খাবার পরিবেশন।
- ৩ বার পূর্ণ খাবার এবং আসরের পর ১ বার স্বাস্থ্যসম্মত নাস্তা পরিবেশন
- শিক্ষার্থীদের নিয়ে প্রতিমাসে মাসিক সভা এবং সমস্যাগুলো শুনে দ্রুত সমাধান।
- মোবাই ফোনের মাধ্যমের বাসায় অভিভাবকদের সহিত যোগাযোগ করা সু-ব্যবস্থা।
- বিনামূলে প্রাথমিক চিকিৎসা প্রদান। বড় ধরণের সমস্যা মনে হলে অভিভাবককে অবগত করে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার ব্যবস্থা।
- কোন শিক্ষার্থী পড়াশুনায় অমনোযোগী হলে অভিভাবকের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা করা।
- ইসলামি সংস্কৃতির বিকাশ ও নৈতিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব।
- শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য দর্শনীয় স্থাপ পরিদর্ষন, কালচারাল প্রোগ্রাম ও খেলাধুলার ব্যবস্থা।
- ছাত্রদের পড়া, শেখার যোগ্যতা ও মান বাড়ানোর জন্য নিয়মিত আবাসিক শিক্ষকের মাধ্যমে অতিরিক্ত পাঠদান ও শতভাগ পড়া নিশ্চিত করা।
- সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তার সু-ব্যবস্থা।
- আবাসিক শিক্ষকগণের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি।
- গরমে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ফ্যান এর ব্যবস্থা।
- শীতকালে গোসল, অযু ও খাওয়ার জন্য প্রতিটি ইউনিটে আলাদা গিজারের মাধ্যমে গরম পানির সু-ব্যবস্থা। শীত কালে প্রতিটি ক্লাস রুমে উন্নতমানের পার্পেটের ব্যবস্থা।